ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

চার ভূত বিক্রেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২ জানুয়ারি ২০১৮ , ১২:০০ এএম


loading/img

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোতলবন্দি ভূত বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সুপ্রকাশ দে, জয়ন্ত ধারা, অরূপ দাস ও বিকাশ গিরি নামের চারজন।

বিজ্ঞাপন

মোবাইল ফোনে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা দিয়ে ভূত কিনতে পশ্চিমবঙ্গের বাগুইআটি থেকে বর্ধমান পাড়ি জমান তাপস চৌধুরী ও বাসুদেব কুণ্ডু। তাদের সহায়তায় পুলিশের হাতে ধরা পড়েন এই চারজন।

বর্ধমানে পৌঁছানোর পর তাদেরকে নটরাজ হোটেলের একটি কক্ষে নিয়ে ১০ টাকার কয়েনভরা বোতল দেখান সুপ্রকাশ দে।

বিজ্ঞাপন

বলা হয় যে বোতলবন্দি ভূতের দাম পাঁচ লাখ টাকা। এসময় তাপস ও বাসুদেবের কাছে খাওয়া-দাওয়ার জন্য ২০ হাজার টাকা দিতেও বলা হয়।

প্রতারকদের ফন্দি বুঝতে পেরে টাকা দিতে অস্বীকার করেন তারা। এরপর জোর করে আটকে রাখা হয় দুজনকে। টাকা না দেওয়া হলে তাদেরকে ছাড়া হবে না বলে হুমকিও দেয়া হয়।

অবস্থা বুঝে এক বন্ধুর সঙ্গে বন্ধ ঘর থেকেই যোগাযোগ করেন তারা। ওই বন্ধু ফোন করে বর্ধমান থানা পুলিশকে ঘটনাটি জানান।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই চার ভূত বিক্রেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে তারা।

কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |