ইতালির মিলান শহরের কাছে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও অসংখ্য মানুষ।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বহু মানুষ বিধ্বস্ত ও দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলোর ভেতর আটকা পড়েছেন। খবর সিএনএন।
দমকলকর্মীসহ উদ্ধারকারীরা বগির ভেতর আটকা পড়াদের উদ্ধার করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।
অফিসগামীদের বহনকারী ট্রেনটির এই লাইনচ্যুতিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে অভিহিত করে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, নিহতদের সংখ্যা বাড়তে পারে।
কমিউটার ট্রেনটি উত্তরাঞ্চলীয় ক্রেমোনা শহর থেকে মিলান শহরে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। ট্রেনটিতে কয়েকশ অফিসযাত্রী যাত্রী ভ্রমণ করছিলেন।
ইতালির রাই নিউজ জানায়, মিলান থেকে ৪০ কিলোমিটার দূরের ত্রেভিগলিও ও পিয়েলতেল্লো স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন
এপি/এমকে