ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ধর্ম অবমাননায় সাজা কোরআন মুখস্থ

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০১৮ , ০১:৪৩ পিএম


loading/img

খ্রিস্টান ধর্মকে অবমাননার দায়ে তিন মুসলিম যুবককে কোরআনের কিছু আয়াত মুখস্থ করার সাজা দিয়েছেন লেবাননের এক বিচারক। মরিয়ম (আ.) ও ঈসা (আ.)-কে প্রশংসা করে সুরা আল-ইমরানের যে আয়াতগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার আদেশ দিয়েছেন ত্রিপোলির ওই বিচারক জোসেলিন মাত্তা। খবর আল আরাবিয়ার।

বিজ্ঞাপন

ধর্ম অবমাননার দায়ে ওই তিন যুবককে কারাদণ্ড দেয়ার পরিবর্তে এই যুগান্তকারী রায় দিয়েছেন বিচারক মাত্তা। এসময় ওই তিন যুবককে ছেড়ে দেয়ার পাশাপাশি তাদের সুরা ইমরানের ওই আয়াতগুলোও মুখস্থ করার আদেশ দেন। 

ওই যুবকদের ইসলামে সহনশীলতা ও মরিয়ম (আ.) এর প্রতি ভালোবাসার বিষয়ে শিক্ষা দিতে চেয়েছেন। গেলো সপ্তাহে লেবাননের উত্তরে ত্রিপোলির আদালতে এই রায়ের পর্যবেক্ষণে এমনটাই বলেছেন বিচারক মাত্তা।

বিজ্ঞাপন

তিনি বলেন, আইন শুধু কারাগারই নয়, এটি একটি শিক্ষাকেন্দ্রও বটে।

বিচারক মাত্তার এই রায়কে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি।

দেশটির দুর্নীতিবিরোধী প্রতিমন্ত্রী নিকোলাস তুয়েনিও বিচারক মাত্তার প্রশংসা করে বলেছেন, বিচারক মাত্তার সিদ্ধান্ত সামাজিক সমস্যা ও ধর্মীয় অসহিষ্ণুতা সমাধানে এ ধরনের ব্যতিক্রমী রায় পথ তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |