পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উত্তর-পূর্বাংশে অবস্থিত শিয়ালকোট শহরে মঞ্চে বক্তব্য রাখছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। শনিবার রাতে মঞ্চে ভাষণ দেয়ার সময় তার মুখে কালো কালি নিক্ষেপ করেন এক ব্যক্তি। কালি নিক্ষেপের এ ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। খবর খালিজ টাইমস।
নিক্ষেপ করা ওই কালিতে আসিফের চেহারার বাম অংশ ও গায়ের সাদা পাঞ্জাবি কালিতে ছেয়ে যায়। অবশ্য মুসলিম লীগের কর্মীরা ওই ব্যক্তিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
এ নিয়ে খাজা আসিফ বলেন, ‘ওই ব্যক্তিকে কেউ টাকা দিয়ে আমার ওপর কালি নিক্ষেপের জন্য পাঠিয়েছে। তাকে ছেড়ে দেয়া হোক। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এতে আমার ওপর রাজনৈতিক কোনো প্রভাবও পড়বে না। হাজারও মানুষের দোয়া রয়েছে আমার সঙ্গে।’
খাজা আসিফের ওপর কালি নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় রাজনৈতিক নেতারাও।
আরও পড়ুন:
- ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করায় ওয়াইফকে পিটিয়ে হাসপাতালে
- যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আর যুদ্ধ নয়: পাকিস্তান
এপি/পি