ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

টেক্সাসে ফের বিস্ফোরণ, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ মার্চ ২০১৮ , ০৩:১১ পিএম


loading/img

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে একটি বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। গত কয়েকদিন ধরেই শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এটি সেখানে চতুর্থ বিস্ফোরণের ঘটনা। খবর বিবিসি, সিএনএনের।

বিজ্ঞাপন

অস্টিন পুলিশ প্রধান ব্রায়ান ম্যানলে বলেছেন, ট্রিপওয়্যারের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।

তিনি বলেন, এর আগে চালানো এ ধরনের তিনটি হামলার সঙ্গে এটির কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটি খুঁজে দেখার চেষ্টা করছেন তারা। তবে প্রাথমিকভাবে পুলিশ পুরো ঘটনার বিস্তারিত জানাতে পারেনি।
--------------------------------------------------------
আরও পড়ুন: ডেনমার্কে তুর্কি দূতাবাসে পেট্রোল বোমা হামলা
--------------------------------------------------------

বিজ্ঞাপন

ম্যানলে বলেছেন, ‘এটা খুব সম্ভব’ যে কারও সংস্পর্শে এসে ওই ট্রিপওয়্যারটি অ্যাক্টিভেট হয়ে গেছে।

এদিকে পুলিশ যতক্ষণ পর্যন্ত ওই এলাকা পুরোপুরি নিরাপদ না হয় ততক্ষণ বাসিন্দাদের নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাইরে বের হতে নিষেধ করেছে।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের বিনিময়ে পুরস্কার ঘোষণা করার কয়েক ঘণ্টার মাথায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে দরজার কাছে রেখে যাওয়া পার্সেল বোমা বিস্ফোরণে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়। নিহতরা দুজনই আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান। তবে পুলিশ এই ঘটনায় বর্ণবাদ বা বৈষম্যকে সম্ভাব্য কারণ বলে উল্লেখ করেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |