ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

জাহাজেই মারা গেলো আড়াই হাজার ভেড়া

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ০৮ এপ্রিল ২০১৮ , ০৫:১৭ পিএম


loading/img

অস্ট্রেলিয়া থেকে কাতার,কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নেয়ার পথে মারা গেলো  কয়েক হাজার ভেড়া। ২০১৭ সালের  অাগস্টে  অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে জাহাজে করে যাত্রা শুরু হয় ওই ভেড়াগুলোর।  দেশটির সরকার জানায়,  জাহাজে প্রচণ্ড গরমে মৃত্যু হয়েছে  প্রায় দুই হাজার চারশো ভেড়ার। খবর বিবিসি।

বিজ্ঞাপন

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে ছেড়ে যাওয়া ওই  জাহাজে প্রায় ৬৪ হাজার ভেড়া ছিল।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : চীনের ট্রাম্পকার্ড কিম!
--------------------------------------------------------

তদন্ত কর্মকর্তা জানায়, যেভাবে ভেড়াগুলোকে নেয়া হচ্ছিলো তার অবস্থা ছিল মাইক্রোওভেনের মতো।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির কৃষিমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড বলেন, এই শিল্পকে অবশ্যই যথাযথ প্রক্রিয়া মেনে চলতে হবে।

পরিস্থিতির উন্নতি না হলে এরপর জাহাজীকরণ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে অস্ট্রেলিয়া।

দেশটির সরকার আরও জানায়, রপ্তানিকারকরা প্রাণী কল্যাণ নিশ্চিত করতে না পারলে তারা আরও ৬৫ হাজার ভেড়ার শিপমেন্ট বা জাহাজীকরণ আটকে দেবে।

আরও পড়ুন : 

এপি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |