ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

মালিতে শান্তিরক্ষীর ছদ্মবেশে হামলায় এক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ১৫ এপ্রিল ২০১৮ , ০৯:০৭ এএম


loading/img

আফ্রিকার দেশ মালিতে ফ্রান্স ও জাতিসংঘের বাহিনীর বিরুদ্ধে চালানো একটি রকেট ও গাড়ি বোমা হামলায় একজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানাচ্ছেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ব্যবহৃত পোশাক ও জাতিসংঘের লোগো সমৃদ্ধ গাড়ি ব্যবহার করে টিম্বাকটু বিমানবন্দরের কাছে দুটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। খবর বিবিসির।

বিজ্ঞাপন

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন একজন শান্তিরক্ষী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : জেলে বসেও টাকা আয় করছেন ‘ধর্মগুরু’ রাম রহিম!
--------------------------------------------------------

বিজ্ঞাপন

মালির সরকার জানাচ্ছে, ওই হামলার ঘটনায় আরও এক ডজনের বেশি সেনা আহত হয়েছেন। যাদের অধিকাংশই ফ্রান্সের সেনা সদস্য।

এক বিবৃতিতে মালির নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ‘নীল হেলমেট পরিহিত’ হামলাকারীরা কয়েক ডজন রকেট ছোঁড়ে। এসময় জঙ্গিদের ব্যবহৃত দুটি গাড়ি বিস্ফোরকবোঝাই ছিল।

মন্ত্রণালয় জানাচ্ছে, একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। আর যে গাড়ির গায়ে জাতিসংঘের লোগো লাগানো ছিল সেটিকে থামানো হয়।

বিজ্ঞাপন

তারা বলছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তবে লড়াই শেষ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছে মালির নিরাপত্তা মন্ত্রণালয়।

মালিতে প্রায়ই শান্তিরক্ষী বাহিনী ও সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলার ঘটনা ঘটে থাকে। তবে ফ্রান্সের সাবেক কলোনি হওয়ায় দেশটির ফরাসি বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো।

আরও পড়ুন :

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |