ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সিরিয়া থেকে পালিয়ে গেছেন আসাদ?

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ১৫ এপ্রিল ২০১৮ , ১২:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি

মার্কিন নেতৃত্বাধীন জোট শুক্রবার সিরিয়ায় বিমান হামলা চালায়। তবে এর আগেই নাকি রাজধানী দামেস্ক থেকে সপরিবারে সটকে পড়েছেন বাশার আল আসাদ। আর এমন খবর সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে। খবর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের।

বিজ্ঞাপন

বিমান হামলার আগেই আসাদকে বহনকারী গাড়িবহর পাহারা দিয়ে লেবানন সীমান্তবর্তী এলাকায় নিয়ে গেছে রাশিয়ার সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যের অসমর্থিত একটি সূত্র জানাচ্ছে, ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় থাকা আসাদ নাকি এখন ইরানের রাজধানী তেহরানে আছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন :রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে ফের হামলা: যুক্তরাষ্ট্র
--------------------------------------------------------

বিজ্ঞাপন

সাউত বৈরুত রেডিও জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনীর গাড়িবহরে করে সিরিয়ান-লেবানন সীমান্তের উদ্দেশ্যে দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

তবে আসাদের ঘনিষ্ঠ একটি সূত্র এ ধরনের খবর নাকচ করে দিয়েছেন। একই ধরনের জবাব দিয়েছেন একজন রাশিয়ান এমপি দিমিত্রি সাবলিন।

এদিকে শনিবার সকালে সিরিয়া প্রেসিডেন্টের অফিস টুইটারে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, নির্ভার আসাদ ধীরে-সুস্থে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছেন। তবে ওই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সন্দেহ আরও ঘনীভূত হয়েছে কারণ ওই ভিডিওতে আসাদের চেহারা স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |