ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজের স্বাস্থ্য রিপোর্ট নিজেই লিখেছিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ০২ মে ২০১৮ , ০২:৩১ পিএম


loading/img

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিকিৎসক বলছেন, ২০১৫ সালে তখনকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ‘অবাক করার মতো চমৎকার’ বলে যে চিকিৎসা সনদ দেয়া হয়েছিল, সেটি তিনি নিজে লিখেননি। খবর বিবিসির।

বিজ্ঞাপন

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওই চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন বলেন, ট্রাম্প নিজেই সেটির নির্দেশনা দিয়েছিলেন।

২০১৫ সালের ওই চিঠির বক্তব্য ছিল, এতদিন যতজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সবচেয়ে ভালো।

বিজ্ঞাপন

ওই চিঠিতে আরও লেখা ছিল, ট্রাম্পের শারীরিক শক্তি ও কর্মক্ষমতা অসাধারণ। তার রক্তের চাপ ও গবেষণাগারের প্রতিবেদন অবাক করার মতো চমৎকার। পুরো বছরজুড়ে তিনি ৭ কেজি ওজন কমিয়েছেন। ট্রাম্পের ক্যানসারের কোনো লক্ষণ নেই বা জয়েন্ট সার্জারি হয়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন : সৌদিতে স্বর্ণের বারসহ গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন বিমান ক্রু
--------------------------------------------------------

তখন টুইট করে ট্রাম্প বলেছিলেন, আমি ভাগ্যবান যে, আমার শরীরে সেরা জিন রয়েছে।

বিজ্ঞাপন

তবে এখন বোর্নস্টেইন বলছেন, আমাকে যেভাবে বলা হয়েছে, আমি কেবল সেভাবেই ওই চিকিৎসা সনদটি বানিয়েছিলাম। সেটি আমার পেশাদার বিশ্লেষণ ছিল না।

যদিও বোর্নস্টেইনের এই বক্তব্যের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন

বোর্নস্টেইন আরও বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের দেহরক্ষী একদিন তার অফিসে এসে ‘অভিযান চালিয়ে’ তার চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে গেছে।

কিন্তু কেন এতদিন পরে ডোনাল্ড ট্রাম্পের সাবেক এই চিকিৎসক এখন এই দাবি করছেন, সেটি পরিষ্কার নয়।

গেল জানুয়ারিতে মানসিক সুস্থতা নিয়ে বিতর্কের জের ধরে তিন ঘণ্টা ধরে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তার হোয়াইট হাউজ চিকিৎসক রনি জ্যাকসন বলেছিলেন, তার মস্তিষ্কের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।

আরও পড়ুন :

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |