ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

দেখা মিললো সৌদি ক্রাউন প্রিন্সের

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩ মে ২০১৮ , ০৯:০৮ পিএম


loading/img

গত মাসের ২১ তারিখ থেকে দেখা মিলছে না সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। অবশেষে দেখা মিললো তার। অবশেষে ক্রাউন প্রিন্সের ছবি প্রকাশ করলো সৌদি রাজপরিবার।

বিজ্ঞাপন

বলা হচ্ছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। ওইদিনই তোলা হয় এই ছবি। বুধবার দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ওই বৈঠকের কয়েকটি ছবি প্রকাশ করে। খবর ডেইলি মেইল, আল-আউসাত, আল আরাবিয়া।

গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদের খুবই নিকটবর্তী এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যাওয়ার পর গত এক মাসে বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনো কোনো খবরে দাবি করা হয়, গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : বাগান পরিষ্কার করতে গিয়ে গুপ্তধন পেলেন নিউ ইয়র্ক দম্পতি
--------------------------------------------------------

এছাড়া অন্যান্য কিছু বিষয় সামনে রেখে অনেকেই সন্দেহের মধ্যে ছিলেন। তবে বুধবার ছবি প্রকাশ করলেও গত এক মাস বিন সালমান কোথায় কী অবস্থায় ছিলেন সে বিষয়ে কিছু বলা হয়নি।

বিজ্ঞাপন

সৌদি আরবের সংবাদপাত্র আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার জেদ্দার আল সালাম প্রাসাদের সৌদি অর্থনৈতিক ও উন্নয়ন কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। সৌদি প্রেস এজন্সির খবরে বলা হয়, বৈঠকে বেশ কয়েকটি ইস্যুতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন : 

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |