বর বজ্রপাতে ভয় পায়। আর বরের বজ্রপাতে এই ভয় পাওয়াকে কেন্দ্র করে কনে বিয়ে বাতিল করেছে। বিষয়টি আমার-আপনার কাছে অস্বাভাবিক মনে হলেও সত্যি এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের সরন জেলায়। খবর গাল্ফ নিউজ।
পাত্রীর অভিযোগ, পাত্র নিজেই তাকে বলেছে যে, সে বজ্রপাতে ভয় পায়। শুধু তাই নয়, দু’দিন আগে বাড়ির কাছে একটি মাঠে বাজ পড়ার পর ছেলেটি উদ্ভট আচরণ করেছে।
পাত্রী আরও বলেন, পাত্রের আচরণ স্বাভাবিক নয়, তাই সে বিয়ে করতে পারবেন না।
কিন্তু পাত্রীর এই কথায় বিপাকে পড়তে হয়েছে পাত্রপক্ষকে। কেননা, এরই মধ্যেই সম্পন্ন হয়ে যায় বিয়ের আচার-রীতি। তাই বিবাদে জড়িয়ে পড়েন দু’পক্ষ।
একপর্যায়ে তা হাতাহাতি, হামলা এবং পাল্টা-হামলায় রূপ নেয়। অবশেষে পাত্রপক্ষের লোকজনের ওপর হামলার অভিযোগে পাত্রীপক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্নস্থানে বজ্রপাতে ৪০ জনের প্রাণহানি হয়েছিল।
এপি/পি