ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সুইজারল্যান্ডের আল্পস পর্বতে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২৮ জুলাই ২০১৮ , ০৭:৩৭ পিএম


loading/img

সুইজারল্যান্ডের আল্পস পর্বতের চূড়ায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় ৪টা ৪৫ মিনিটের দিকের এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমানের ৪ আরোহী। শনিবার দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভি, দ্য লোকাল।

বিজ্ঞাপন

দেশটির পুলিশ শনিবার জানায়, স্থানীয় সময় শুক্রবার ৪টা ৪৫ মিনিটে প্রায় দশ হাজার ৮০০ ফুট উপরে ডুনান্ড পাস নামে পরিচিত একটি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। নিহতরা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। দুর্ঘটনায় বিমানের সবাই মারা গেছেন।

পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ডুনান্ড পাস। এই এলাকাটিতে দিনে দিনে দুর্ঘটনা বাড়ছে। বৈরি আবহাওয়া এর পেছনের কারণ বলে মনে করছেন অনেকেই।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাইলটসহ চার আরোহীকে মৃত অবস্থায় পায় পুলিশ। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে সুইজারল্যান্ডের এই পর্যটন এলাকাটিতে দুর্ঘটনা ঘটেছে।

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |