আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানে ন্যাটোর তিন সেনা নিহত
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর তিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুই আফগানসহ আরও চার সেনা।
আজ রোববার (৫ আগস্ট) সকাল ছয়টায় দেশটির পারওয়ান প্রদেশের চারিকারের খালাজাই এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর প্রেসটিভি।
এরই মধ্যে ওই হামলার দায় স্বীকার করেছেন জঙ্গিগোষ্ঠী তালেবান। এছাড়া আট আগ্রাসী মার্কিন নেতা নিহত হয়েছে বলে দাবি করেছেন ওই জঙ্গি গোষ্ঠী।
আফগান বাহিনীর সঙ্গে হেঁটে পেট্রলিং করার সময় এই হামলার ঘটনা ঘটে।
মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল জন নিকোলসন জানান, তাদের এই ত্যাগ আমাদের হৃদয় ও ইতিহাসে স্থান করে নেবে এবং আমাদের মনোবলকে আরও শক্ত করবে।
ন্যাটো কর্মকর্তারা জানান, গত মাসে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে অভ্যন্তরীণ হামলা এক মার্কিন সেনা নিহত এবং দুজন আহত হন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২৮ জাতির ন্যাটো জোট ২০০১ সালে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়।
আরও পড়ুন :
এপি/পি
মন্তব্য করুন