ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কারাগারে মীর কাসেমের স্বজনরা

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৬ , ০৬:২৬ পিএম


loading/img

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারের গেছেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার বেলা সাড়ে তিনটায় মাইক্রোবাসে করে মীর কাসেমের স্বজনা কাশিপুরে পৌঁছান। তাদের মধ্যে কাসেমপত্নী, মেয়ে, পুত্রবধূসহ অন্য আত্মীয়-স্বজন মিলে ৪৫ জন রয়েছে।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার মনিপুরের বাসা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হন কাসেমের স্বজনরা।

বিজ্ঞাপন

এরই মধ্যে ঢাকা ও গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে আলবদর নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে। যেকোন সময় তা কার্যকর হতে পারে বলে জানা গেছে।

গেল শুক্রবার বিকেলে জামায়াতের এ নেতা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে সিদ্ধান্ত  জানান। এরপরই জানালে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শুরু করে কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

অপেক্ষা ছিল কেবল নির্বাহী আদেশের।

আলবদর নেতা মীর কাসেমের বিরুদ্ধে প্রমাণিত কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে খুনের দায়ে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর রায় দেন ট্রাইব্যুনাল।

ফাঁসির রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |