ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সরকারি ব্যবস্থাপনায় হজে আরও ৬৪১ আসন খালি

সোমবার, ০৯ এপ্রিল ২০১৮ , ০৭:৩২ পিএম


loading/img

২০১৮ সালে সরকারি ব্যবস্থাপনায় বরাদ্দকৃত হজযাত্রীদের নির্ধারিত কোটার ৬৪১টি আসন খালি রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় আরও ৬৪১ জনের হজ করার সুযোগ রয়েছে। হজ করতে ইচ্ছুক ব্যক্তিগণ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করে ২০১৮ সালেই হজে যাওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন। জানালেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান।

বিজ্ঞাপন

আজ (সোমবার) দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে হজ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনাকালে এ কথা জানান তিনি।

ধর্ম সচিব বলেন, ইতোপূর্বে প্রাক-নিবন্ধিত হয়েও যারা ২০১৮ সালের জন্য নিবন্ধন করতে পারেননি, তারাও পুনরায় নিবন্ধনের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : গুগল, ফেসবুক, ইউটিউবের বিরুদ্ধে হাইকোর্টে রিট
--------------------------------------------------------

আনিছুর রহমান জানান, ২০১৮ সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৭,১৯৮ (সাত হাজার একশত আটানব্বই) জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |