পবিত্র আখেরি চাহার শোম্বা আগামী ৭ নভেম্বর পালিত হবে। আজ ( বুধবার) রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, আজ বুধবার বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। এরফলে আগামীকাল বৃস্পতিবার পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। এ প্রেক্ষিতে আগামী ৭ নভেম্বর (বুধবার) পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান।
হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়।
ইন্তেকালের আগে এদিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসিতে এ দিনটিকে আখেরি চাহার শোম্বা নামে অভিহিত করা হয়। কিছুটা সুস্থবোধ করায় হযরত মোহাম্মদ (সাঃ)শুকরিয়া হিসেবে গোসল করে দু’রাকাত নফল নামাজ আদায় করেন।
মদীনাবাসী এই খবরে আনন্দ-খুশিতে আত্মহারা হয়ে গেলেন। দলে দলে এসে নবীকে (দ) একনজর দেখে গেলেন। সকলে তাদের সাধ্য মতো দান-সাদকা করলেন, শুকরিয়া নামাজ আদায় ও দোয়া করলেন। নবীর রোগমুক্তিতে তাঁর অনুসারীরা এতটাই খুশি হয়েছিলেন যে, তাদের কেউ দাস মুক্ত করে দিলেন, কেউবা অর্থ বা উট দান করলেন।
আবু বকর সিদ্দিক ৫ হাজার দিরহাম, উমর ৭ হাজার দিরহাম, ওসমান ১০ হাজার দিরহাম, আলী ৩ হাজার দিরহাম, আবদুর রহমান ১০০ উট, ইবনে আউফ ১০০ উট দান করেন।
জেএইচ