ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৬ মার্চ ২০১৮ , ০৯:৫২ এএম


loading/img

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) ঢাকাসহ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন করবে দলটি। সকাল ১১টায় থেকে দুপুর ১২ পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করবে দলটি।

বিজ্ঞাপন

গেলো রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

রিজভী বলেন, আগামী বৃহস্পতিবার (৮মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। তবে কোথায় এই কর্মসূচি পালন করা হবে তা পরে জানিয়ে দেয়া হবে।

বিজ্ঞাপন

রিজভী আরও বলেন, ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি চলছে। অনুমতির জন্য এরইমধ্যে চিঠি দেয়া হয়েছে। মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে বিষটি অবহিত করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া বর্তমানে কারাবন্দী রয়েছেন। তার মুক্তির দাবিতে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এর আগে কয়েক দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |