জাতিসংঘে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এখনও দেশে স্বাধীনতা বিরোধীরা সোচ্চার রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। পৃথিবীর কোনো স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি করতে পারে না।
--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদাকে মুক্ত করতে জিয়ার মাজারে বিএনপির শপথ
--------------------------------------------------------
দেশের স্বাধীনতা ও অগ্রগতির বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
কে/এমকে