ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

অসুস্থতার কারণে আদালতে হাজির করা হচ্ছে না খালেদা জিয়াকে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৮ মার্চ ২০১৮ , ১১:১৯ এএম


loading/img

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিতে আজ বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থতার কারণে আদালতে হাজির করা হচ্ছে না।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার আইনজীবী এম আমিনুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করছে : ফখরুল
--------------------------------------------------------

গেলো ১৩ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান কারা কর্তৃপক্ষকে এ আদেশ দিয়েছিলেন।

এর আগে ২২ ফেব্রুয়ারি এ মামলায় দুদকের পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। ওই আবেদনের ওপর ২৬ ফেব্রুয়ারি শুনানি হয়। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা প্রোডাকশন ওয়ারেন্ট জারির বিরোধিতা করেন। শুনানি শেষে ১৩ মার্চ আদালত খালেদা জিয়াকে হাজিরের এ আদেশ দেন।

বিজ্ঞাপন

চলতি বছরের ৩০ জানুয়ারি এ মামলায় খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ সাজা অর্থাৎ ৭ বছর কারাদণ্ড দাবি করে দুদক প্রসিকিউশন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক।

আরও পড়ুন:

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |