ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রমিক দিবসে রাজধানীজুড়ে লালপতাকা মিছিল

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০১ মে ২০১৮ , ০১:১৭ পিএম


loading/img

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা করেছে দেশের বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৭টার দিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি দৈনিক বাংলা থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

অপরদিকে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আলোচনা সভা ও শোভাযাত্রা বের করে।

বিজ্ঞাপন

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার, শ্রমিকদের সরকার, ভাত ও ভোটের সরকার। রক্ত দিয়ে জীবন দিয়ে শ্রমিকরা আমাদের সরকারকে ক্ষমতায় রেখেছে। এজন্য তাদের সমস্ত দাবি-দাওয়া পূরণ করা হবে। বেশি মুনাফার লোভে ওভারটেকিং করে গাড়ি চালাবেন না। বর্তমানে দুর্ঘটনা খুবই বেড়ে গেছে। একজন লোকের মৃত্যু একটি পরিবারের কান্না। একজন লোকের মৃত্যুতে একটি পরিবার অসহায় হয়ে পড়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন : খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবি ১০১ বিশিষ্ট চিকিৎসকের
--------------------------------------------------------

আলোচনা শেষে শোভাযাত্রার উদ্বোধন করে তাতে তিনি অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিওর সামনে সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে শ্রমিক জোট। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এতে বক্তব্য রাখেন। শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার সভার সভাপতিত্ব করেন।

তথ্যমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন হয়েছে। শ্রমিকদের দাবি ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করা। জাসদের পক্ষ থেকে আমরা এ দাবি সমর্থন করলাম। শুনতে বড় লাগে কিন্তু ৪ লাখ কোটি টাকার বাজেটে ১৮ হাজার কিছু না। আমরা কারখানা রক্ষা করতে চাই, শ্রমিকদেরও হাসি মুখে রাখতে চাই।

এছাড়া ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, গণফোরামসহ পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বিভিন্ন সংগঠন আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে সরকারি ও বেসরকারিভাবে দিবসটি উদযাপনে রাজপথে নেমে এসেছেন শ্রমিকরা। শ্রমিকদের হাতে লালপতাকা গায়ে লাল টি-শার্ট। কারো গায়ে টি-শার্টের রং সাদা। সরকারি বেতন ১০০ ভাগ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু শ্রমিকরা সেই আগের জায়গায়ই আছেন। সব শ্রেণির শ্রমিকরা আজ নিষ্পেষিত। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবিও জানান তারা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনগুলোর কর্মীদের বাস-ট্রাকে করে আসতে দেখা গেছে।

এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পৃথক বাণী দিয়েছেন।

মহান মে দিবস উপলক্ষে আজ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন :

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |