ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ৮

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ৩০ জুন ২০১৮ , ১১:৫৩ এএম


loading/img

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারী ছাত্ররা।  

বিজ্ঞাপন

শনিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জড়ো হতে থাকেন। এসময় শিক্ষার্থীরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা হয়।

হামলায় পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক, পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হোসেনসহ অনেকে গুরুত্বর আহত হন।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : বিশেষ বর্ধিত সভা শনিবার
--------------------------------------------------------

আজ সকাল ১১টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এসময় ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়। সশস্ত্র এ হামলায় মুহূর্তেই আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখার সময় গোটা ক্যাম্পাস থমথমে বিরাজ করছে।
 

বিজ্ঞাপন

আরও পড়ুন :

এমসি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |