বাংলা একাডেমির লেখক কর্মশালায় প্রশিক্ষণার্থী আহ্বান

আরটিভি নিউজ

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৩৩ পিএম


বাংলা একাডেমির লেখক কর্মশালায় প্রশিক্ষণার্থী আহ্বান
বাংলা একাডেমির লোগো

তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশ ও প্রকাশনা সংযোগের লক্ষ্যে বাংলা একাডেমি আয়োজন করছে ছয় মাসব্যাপী ‘বাংলা একাডেমি লেখক কর্মশালা ও পুস্তক প্রকাশনা উৎসব ২০২৫’। এই কর্মশালায় অংশ নিতে আগ্রহী প্রতিশ্রুতিশীল তরুণ লেখকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৫ বছরের কম বয়সী সেসব লেখকরা আবেদন করতে পারবেন, যাদের কবিতা, ছড়া, গল্প, নাটক বা উপন্যাস  মানসম্পন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কর্মশালাটি সপ্তাহে ২-৩ দিন প্রতিদিন ৩ ঘণ্টা করে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী তরুণ লেখকরা নির্ধারিত হারে সম্মানি পাবেন এবং তাদের প্রত্যেকের একটি করে বই প্রকাশিত হবে।

আবেদন করার জন্য আগ্রহী লেখকদের কমপক্ষে তিনটি লেখা (যেকোনো সাহিত্য রচনা), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং ৫ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫।

বিজ্ঞাপন

আবেদনপত্র পাঠাতে হবে বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা-১০০০ বরাবর।

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission