ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কবি জিয়া হকের কবিতা ‘জিয়াউর রহমান’

শিল্প-সাহিত্য ডেস্ক

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৯:০৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান

বিজ্ঞাপন

রাতের আকাশে জোছনার লুটোপুটি
তারায় তারায় জমে ওঠে খুনসুটি
ভরাপূর্ণিমা দু’হাতে ছড়ায় আলো
তবু ভালো নেই ভালো।

আজো কাঁচা ভোরে কাঁচা রোদ ওঠে হেসে
ফুলের গন্ধ নাকের ডগায় এসে—
স্বপ্নডানায় জুড়ে দেয় সুখছবি
তবু ভালো নেই কবি।

বিজ্ঞাপন

ঘাসফড়িংয়ের পাখায় রোদের কণা
রংধনুটার সাতরঙা আলপনা
ডুমুর পাতায় টুনটুনি নেচে ওঠে
মন ভলো নেই মোটে।

আজো গেয়ে ওঠে পাখিরা ভোরের গান
শুধু কাছে নেই জিয়াউর রহমান
স্মৃতির তুলিতে স্মৃতিরা জমে না আর
চোখ মুছি বারবার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |