ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ক্ষতিগ্রস্তদের জন্য ১ কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩০ মে ২০১৭ , ০৩:৩০ পিএম


loading/img

প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের জন্য ১ কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ দেয়া হয়েছে। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে প্রায় ২০ হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরইমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য  জরুরি ভিত্তিতে ১ কোটি ৮৭ লাক টাকার ত্রাণ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। কিন্তু তিনি বিদেশে থেকেও ঘূর্ণিঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট সব বিভাগকে তৎপর থাকার নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।

সড়কমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নৌবাহিনীর জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। সেনাবাহিনী ও বিমাণবাহিনীও কাজ করছে। দ্রুত সময়ে এ ক্ষতি কাটিয়ে উঠতে সব ধরনের সহায়তা করবে সরকার।

ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় সরকার পূর্বপ্রস্তুতি নিয়েছে বলেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। জরুরি ত্রাণসহ সব সেবা পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বিএনপি সমালোচনা করে তিনি বলেন, তাদের নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের আহ্বান মামাবাড়ির আবদার মানা হবে না। আমাদের দলের নেতাকর্মীরাও মামলা মোকাবিলা করছেন।

বিজ্ঞাপন

কাদের বলেন, আমাদের দলের নেতাকর্মীদের নামে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। দুদকের মামলাগুলো আদালতের মাধ্যমে মোকাবিলা করা হয়েছে। দলের সাংসদরাও দুদকের মামলা মোকাবিলা করছেন। কাজেই বিএনপির মহাসচিব যে আবদার করেছেন, তাতে আমাদের কিছু করার নেই।

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |