ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

২০ বছর পর গ্র্যান্ডস্লামের কোয়ার্টারে নেই চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৬ জুন ২০১৭ , ০২:২১ পিএম


loading/img

মাটির কোর্টের গ্র্যান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে, স্ট্যানিসলাস ভাবরিঙ্কা, কেই নিশিকোরি ও মারিন সিলিচ।

বিজ্ঞাপন

রোঁলা-গ্যাঁরোর ফিলিপ শাটরের কোর্টে রাশিয়ার কারেন খাচানোভকে ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে সরাসরি সেটে হারান অ্যান্ডি মারে। শীর্ষ বাছাই ব্রিটিশ তারকার জন্য কোনো বিপদই তৈরি করতে পারেনি ৫৩তম র‌্যাঙ্কিংধারী খাচানোভ।

একই কোর্টে স্বাগতিক ফ্রান্সের গায়েল মনফিলসকে সরাসরি সেটে হারিয়েছেন স্ট্যানিসলাস ভাবরিঙ্কা। প্রথম দু’সেট তুমুল প্রতিদ্বন্দ্বীতা হওয়ায় তা গড়ায় টাইব্রেকারে। তবে নার্ভ ধরে রেখে ৭-৫, ৭-৫ ও ৬-২ গেমে জিতে শেষ আট নিশ্চিত করেন সুইস তারকা।

বিজ্ঞাপন

আর ফার্নান্দো ভেরদাস্কোকে ০-৬, ৬-৪, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে কেই নিশিকোরি এবং কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৩-০ গেমে হারিয়ে কোয়ার্টারে উঠেছেন মারিন সিলিচ।

নারী এককের কোয়র্টার ফাইনালে উঠেছেন সিমোনা হালেপ, ক্যারোলিন ওজনিয়াকি, ক্যারোলিনা পলিসকোভা, এলিনা সভিতলিনা ও ক্যারোলিন গার্সিয়া।

১৯৯৭ সালের পর এ প্রথম কোনো গ্র্যান্ডস্লামের শেষ আটে একজন চ্যাম্পিয়নও নেই। 

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |