ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সিরিজ কার?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৫ জুন ২০১৭ , ০৩:১১ পিএম


loading/img

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।  কার্ডিফে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বিজ্ঞাপন

ম্যাচটি জিতে সিরিজ জয়ের সুযোগ রয়েছে দু’দলের সামনেই।আগের দু’ম্যাচে একটি করে জয় উভয় দলের।

প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে ১-০তে এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয়ে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

তাই এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় এউইন মরগানের দল।

অন্যদিকে, জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জিততে মুখিয়ে এবি ডি ভিলিয়ার্স, বেহারদিন, মিলাররা।

ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে ইংল্যান্ড দলে। তবে অপরিবর্তিত থাকতে পারে প্রোটিয়া দল।

বিজ্ঞাপন

শেষ পাঁচ ম্যাচে দু’দলেরই জয় দু’টি করে, হার তিনটি করে। এ ম্যাচ জিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নিশ্চয়-ই হাতছাড়া করতে চাইবে না কোনো দল।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |