ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শিক্ষা সহায়তায় ব্যাট নিলামে তুললেন ইউনিস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ১১:৪৮ পিএম


loading/img

দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় হাত বাড়িয়ে দিলেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খান। এ মহৎ কাজে সাহায্য করতে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া ব্যাটটি নিলামে তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নিলামে তোলা ব্যাটটি দাতব্য প্রতিষ্ঠান দ্য সিটিজেনস ফাউন্ডেশনের (টিসিএফ) হাতে তুলে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এ থেকে পাওয়া সব অর্থই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় দান করা হবে। তবে নিলাম থেকে কি পরিমাণ অর্থ পাওয়া যাচ্ছে তা জানা যায়নি।

পাশাপাশি সদ্যই পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছ থেকে পুরস্কার হিসেবে পাওয়া ১০ মিলিয়ন রূপি টিসিএফে দান করেছেন।

বিজ্ঞাপন

৪০ বছরের এ ক্রিকেটার জানান, আমি আগেই কথা দিয়েছিলাম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটটি তাদের দান করবো। শিশুদের জন্য কিছু করতে পেরে আমি গর্বিত।

গেলো এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে প্রথম এবং বিশ্বের ১৩তম খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইউনিস।

ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |