ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

মা হারালেন শার্লিন ফারজানা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৫ জুলাই ২০১৭ , ০৫:০৪ পিএম


loading/img

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানার মা ফরিদা খান হেনা মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বারডেমে তিনি মৃত্যুবরণ করেন।

দুপুর পৌনে তিনটায় নিজের ফেসবুক ওয়ালে একথা নিশ্চিত করেন শার্লিন।  

বিজ্ঞাপন

ফরিদা খান হেনা দীর্ঘদিন থেকেই গুরুতর অসুস্থ ছিলেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি ২৬ জুন ভোর থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। 

বিজ্ঞাপন

শুক্রবার সকালে তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

শেষ সময়গুলো শার্লিন মায়ের সঙ্গেই কাটিয়েছেন। 

পারিবারিক সূত্র জানিয়েছে, আজ বাদ আসর জানাজার নামাজের পর বনানী কবরস্থানে ফরিদা খান হেনাকে দাফন করার কথা রয়েছে।

ছোট পর্দায় অভিনয়ের শুরু থেকেই দর্শকপ্রিয় শার্লিন ফারজানা।

সম্প্রতি তিনি চলচ্চিত্রে কাজ করার লক্ষ্যে মঞ্চে কাজ করছেন। 

তিনি তারিক আনাম খানের নাট্যদল- নাট্যকেন্দ্রের সঙ্গে যুক্ত আছেন বলে জানিয়েছিলেন।  

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |