ঢাকাFriday, 27 June 2025, 13 Ashaŗh 1432

তিন ছবিতে শাকিবের অভিনয়ে বাধা নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৩ জুলাই ২০১৭ , ০২:১৫ পিএম


loading/img

দেশীয় সিনেমার নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খানের নির্মিতব্য ৩ সিনেমায় অভিনয়ের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রোববার এ স্থগিতাদেশ দেন। এর ফলে শাকিব খানের ওই তিন ছবিতে অভিনয়ে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বিজ্ঞাপন

সিনেমা তিনটি হলো- আমি নেতা হবো, মামলা হামলা ঝামেলা ও কথা দিয়ে কেউ কথা রাখে না।

চলচ্চিত্র শিল্পের সব সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার গেলো ১৮ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে শাকিব খানের অভিনয়ের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। একইসঙ্গে শাকিব খান অভিনীত পুরাতন বা নতুন কোনো চলচ্চিত্রে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের কোনো সদস্যই অংশগ্রহণ করবে না বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

হাইকোর্ট এ প্রেস বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুলও জারি করেছেন। এছাড়াও তথ্য সচিব, এফডিসিসহ বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

ঈদের আগে চলচ্চিত্র পরিবার রাজপথে নেমে তুমুল আন্দোলনের পরেও সমালোচিত যৌথ প্রযোজনার দুটো ছবি 'নবাব' ও 'বস-টু' আনকাট সেন্সর ও মুক্তি পায় ঈদুল ফিতরে। ওই সময় ছবি দু'টো  মুক্তির পক্ষে শাকিব খান কাজ করেছেন। আর এ অভিযোগে চলচ্চিত্র পরিবার শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য বয়কটের সিদ্ধান্ত নেয়।

এইচএম/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |