ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এবার বার্সার সেভিয়া পরীক্ষা

আরটিভি অনলাইন ডেস্ক

রোববার, ০৬ নভেম্বর ২০১৬ , ০৪:৫১ পিএম


loading/img

স্প্যানিশ লা লিগায় আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। বার্না ব্যু’তে রোববার বিকেল ৫টায় লেগানেসকে আতিথ্য দেবে রিয়াল। আর সানচেস পিখুয়ানে রাত পৌনে ২টায় সেভিয়ার প্রতিপক্ষ বার্সা।

বিজ্ঞাপন

বার্সেলোনার জার্সিতে লিগে মেসির সবচেয়ে প্রিয় শিকার সেভিয়া। আন্দালুসিয়ান ক্লাবটির সঙ্গে ২৫ ম্যাচে এ পর্যন্ত বার্সা ফরোয়ার্ড গোল করেছেন ২৬টি। লিগে এর চেয়ে বেশি গোল আর কোনো দলের বিপক্ষে নেই বার্সার ‘নাম্বার টেনের’।

কোচ লুইস এনরিকে নিশ্চয় চাইবেন, সেভিয়ার বিপক্ষে ফুটবল জাদুকরের রেকর্ড আজও উজ্জ্বল থাকুক।

বিজ্ঞাপন

কারণ, গেলো সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলের পরাজয়ে চাপে আছে বার্সা। তার ওপর এ মৌসুমে ঘরের মাঠে সেভিয়ার রেকর্ডটা যথেষ্ট ভীতি-জাগানিয়া। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সব ম্যাচেই জিতেছে হোর্হে সাম্পাওলির দল। গোল করেছে ১৭টি, খেয়েছে মাত্র ৬টি।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |