ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

বর্ণবাদে অভিযুক্ত সেশনসই ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:৩৩ এএম


loading/img

বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত জেফ সেশনসই নিয়োগ পেলেন অ্যাটর্নি জেনারেল হিসেবে। সিনেটে ৫২-৪৭ ভোটে নিয়োগ নিশ্চিত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত এ সিনেটরের।

বিজ্ঞাপন

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপক ভূমিকা রেখেছিলেন আলাবামার সিনেটর জেফ সেশনস। মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তোলার প্রস্তাবের একনিষ্ঠ সমর্থক তিনি। ৬৯ বছর বয়সী সিনেটরকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করায় কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

১৯৮৬ সালে এক বর্ণবাদী মন্তব্যের জেরে জুডিশিয়াল পদবী হারান জেফ সেশনস। পরে ১৯৯৬ সালে সিনেটর নির্বাচিত হন। নিয়োগ নিশ্চিতের পরে তিনি জানান, ট্রাম্পের দেয়া দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং নিরপেক্ষভাবে পালন করতে চান তিনি।

বিজ্ঞাপন

যদিও ডেমোক্রেটরা নতুন অ্যাটর্নি জেনারেলের নিয়োগের বিরোধিতা করেছেন।

এফএস/ এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |