ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশেষ ক্ষেত্রে ছেলে ২১ ও মেয়ের ১৮ বছরের কমে বিয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ , ০৭:২২ পিএম


loading/img

বিশেষ ক্ষেত্রে ছেলের ২১ ও মেয়ের ১৮ বছরের নিচে বিয়ের বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ বিল-২০১৭ সর্বসম্মতভাবে জাতীয় সংসদে পাস হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিলটি  উত্থাপন করার পর সংসদ সদস্যদের বিভিন্ন সংশোধনী শেষে তা পাস হয়। বিকেল পৌনে পাঁচটায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।

তবে গেলো বছরের ২৪ নভেম্বর মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছরের আগে বিয়ে না দেয়ার বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬-এর খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। তবে এতে বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশনা নিয়ে মা-বাবার অনুমতি সাপেক্ষে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরও বিয়ে দেয়া যাবে বলা হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেন।  

বিজ্ঞাপন

খসড়া আইনে বলা হয়েছিল, বাল্যবিবাহ বন্ধে আদালতের নির্দেশ অমান্য করলে ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। বাল্যবিবাহ-সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ করলে ছয় মাসের কারাদণ্ড বা ৩০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। দু’জন অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বাল্যবিবাহ করলে তাদের ১৫ দিনের আটকাদেশ ও অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা করা যাবে। কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক কাউকে বিয়ে করলে দু’ বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। মা-বাবা আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ দু’ বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড করা যাবে। বিয়ে পড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিরা আইন না মানলে দু’ বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়ার কথা বলা হয়েছে খসড়া আইনে।

বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট এগুলোর যেকোনো একটি বিয়ের বয়স নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য হবে। এ সংক্রান্ত মামলার বিচার অন্যান্য ফৌজদারী অপরাধের মতোই হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতেও বিচার করা যাবে। বাংলাদেশের সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য বিয়ের আইনি বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ আর ছেলেদের ক্ষেত্রে ২১ বছর। ১৮ ও ২১ বছর বয়সের নিচে কোনো মেয়ে ও ছেলেশিশুর মধ্যে বিয়ে হলে তা বাল্যবিবাহ হিসেবে পরিগণিত হবে।

বিজ্ঞাপন

এমসি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |