• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নির্ধারিত স্থানে কেউ বর্জ্য ফেলছেন না: ডিএনসিসি মেয়র

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২০, ১৯:২৪
digital, cow, dncc,
মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম অভিযোগ করেছেন কোরবানির বর্জ্য ফেলার স্থান নির্ধারণ করে দিলেও কেউই ওই স্থানে বর্জ্য ফেলছেন না।

আজ শনিবার (১ আগস্ট) ঈদুল আজহার দিন দুপুরে রাজধানীর বসিলার সাদিক এগ্রোতে ডিএনসিসি ডিজিটাল হাটের কোরবানির পশু জবাই ও প্রসেসিংয়ের স্থান (স্লটারিং হাউজ) পরিদর্শনকালে মেয়র এ অভিযোগ করেন।

মেয়র বলেন, এবার ঈদের বর্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করে দেয়া হলেও আমি বেশ কয়েকটি স্থান পরিদর্শন করে দেখেছি কেউই নির্ধারিত স্থানে বর্জ্য ফেলছেন না।

ঢাকার নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবেন। শহরটিকে রক্ষা করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। শহর পরিষ্কার রাখা খুবই চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ তখনই সার্থক হবে, যখন আমরা সবাই একসঙ্গে কাজ করব।

ডিজিটাল স্লটারিং হাউজে এবার ৪শ’ গরু কোরবানি দেয়া হয়েছে বলে জানান আতিক। তিনি বলেন, এটি খুবই চ্যালেঞ্জিং ছিল। ডিএনসিসির ইতিহাসে এবারই প্রথম এভাবে গরু কোরবানি দেয়া হয়েছে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে চাকরি, নেবে ১৫৮ জন
ডিএনসিসির সব স্কুলে বাস চালু করার বিষয়ে যা বললেন মেয়র আতিক
উচ্ছেদ অভিযান প্রসঙ্গে যা বললেন সাদিক এগ্রোর মালিক
সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চলছে