• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বিজিবির আরও ৪১ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল স্থগিত

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ২০:২৭
বর্ডার গার্ড বাংলাদেশ
বর্ডার গার্ড বাংলাদেশ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ হাজার ১৩৪ মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রজ্ঞাপনের মধ্যে থেকে আরও ৪১ জনের গেজেট বাতিল স্থগিত করেছেন হাইকোর্ট। এর আগে ১১৯ জনের ক্ষেত্রে স্থগিত করেছিলেন আদালত।

বুধবার (৫ আগস্ট) বিচারপতি সহিদুল করিমের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ূম।

তিনি জানান, গেজেট বাতিল আইনানুগ না হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিগণ রিট করেছেন। আজ আদালত রিটের শুনানি নিয়ে ৪১ জনের ক্ষেত্রে গেজেটটি নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের মো. তোফাজ্জাল হোসেনসহ বিভিন্ন জেলার ৪১ জন এ রিট করেন ।

গত ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭(ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের ১ হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

এর আগে ৭ জুলাই ১১৯ জনের ক্ষেত্রে সেটি স্থগিত করেছিলেন হাইকোর্ট।

এছাড়া আরেক রিটের প্রেক্ষিতে ১৭ জুন শুধু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অবসরপ্রাপ্ত হাবিলদার মো. আবু তাহেরের ক্ষেত্রেও গেজেটটি স্থগিত করেছিলেন হাইকোর্ট।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবল নিয়োগ দেবে বিজিবি, আবেদন ফি ১০০ টাকা
বিজিবির অভিযানে মে মাসে ১৫৭ কোটি  টাকার পণ্য জব্দ
বিজিবিতে চাকরির সুযোগ, আবেদন শুরু ১৫ মার্চ থেকে
বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ