• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

দ্রুতই ভারতের ভিসা প্রক্রিয়া চালুর চেষ্টা চলছে: রীভা গাঙ্গুলি

ডেস্ক রিপোর্ট

  ১৩ আগস্ট ২০২০, ১৭:৪৫
Efforts are underway to speed up visa process for India: Riva Ganguly
ছবি সংগৃহীত

ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস জানিয়েছেন দ্রুতই ভারতের ভিসা প্রক্রিয়া চালুর চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রীভা গাঙ্গুলি দাস এ কথা জানান।

হাইকমিশনার বলেন, খুব জরুরি মেডিকেল ভিসা, ব্যবসা ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি স্বাভাবিক হয়। এখনো যারা খুব ইর্মাজেন্সি রোগী তাদের ভিসা দেয়া হয়।

আর সাধারণ ভিসার ব্যাপারে বিদায়ী এই হাইকমিশনার বলেন, সেটার চেষ্টা করছি আমরা। কারণ ফ্লাইটটা ঠিক স্বাভাবিকভাবে না চললে....আর এখনো তো কোভিড সংক্রমণের হার উঁচু-নিচু হতে থাকে। আমরা এটা নিয়ে কাজ করছি।

তাহলে কি দ্রুতই খুলছে? জবাবে রীভা গাঙ্গুলি দাস বলেন, ‘হোপফুলি, হোপফুলি (আশা করি, আশা করি)।’

আরও পড়ুন:

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ভিসা কড়াকড়িতে সংক্ষুব্ধ এ দেশের মানুষ : রিজওয়ানা হাসান
যে কারণে বাংলাদেশে এখনও সীমিত ভারতের ভিসা কার্যক্রম
ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার গুঞ্জন, যা বললেন সমন্বয়ক নুসরাত