ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশে ভারতের ১৭তম হাইকমিশনার বিক্রম

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ , ০৯:৪০ এএম


loading/img
বিক্রম কুমার দোরাইসামি

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন বিক্রম কুমার দোরাইসামি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

বিক্রম হবেন ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার। শিগগিরই ঢাকায় তার কর্মস্থলে যোগ দেয়ার কথা রয়েছে। 

বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের জায়গায় যোগ দিচ্ছেন বিক্রম। তিনি ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে রীভা গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিবেন।

বিজ্ঞাপন

বিক্রম দোরাইসামি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 
---------------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের চেয়ে এখন সৌহার্দ্যপূর্ণ: কাদের 
---------------------------------------------------------------

এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন বিক্রম। 

২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রীভা গাঙ্গুলি।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |