• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

বাংলাদেশে ভারতের ১৭তম হাইকমিশনার বিক্রম

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২০, ০৯:৪০
vikram kumar doraiswami
বিক্রম কুমার দোরাইসামি

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন বিক্রম কুমার দোরাইসামি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিক্রম হবেন ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার। শিগগিরই ঢাকায় তার কর্মস্থলে যোগ দেয়ার কথা রয়েছে।

বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের জায়গায় যোগ দিচ্ছেন বিক্রম। তিনি ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে রীভা গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিবেন।

বিক্রম দোরাইসামি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
---------------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের চেয়ে এখন সৌহার্দ্যপূর্ণ: কাদের
---------------------------------------------------------------

এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন বিক্রম।

২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রীভা গাঙ্গুলি।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে যা জানালেন ভারতের হাইকমিশনার
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ভারতের হাইকমিশনার
ড.  ইউনূসের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
সহজ হবে বাংলাদেশিদের ভারতযাত্রা