ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

লিটনের আসনে প্রার্থী ৭ জন

বুধবার, ০১ মার্চ ২০১৭ , ০৮:২৩ পিএম


loading/img

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে শেষ দিন পর্যন্ত কেউই প্রার্থীতা প্রত্যাহার করেননি।

বিজ্ঞাপন

২২ মার্চ এ আসনের ভোটগ্রহণ হবে। বুধবার (১মার্চ) প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিন।

রিটার্নিং অফিসার ও রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, যাচাই-বাছাইয়ে বৈধ ৭ জন প্রার্থীর মধ্যে কেউই প্রার্থীতা প্রত্যাহার করে করেননি। তাই ৭ জন প্রার্থীকেই প্রতীক দেয়া হবে।

বিজ্ঞাপন

বৈধ প্রার্থীরা হলেন- গোলাম মোস্তফা আহম্মেদ (আওয়ামী লীগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (জাপা), ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (স্বতন্ত্র), এ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক (জাসদ), শরিফুল ইসলাম (গণফ্রন্ট), জিয়া জামান খান (এনপিপি) ও ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (জেপি)।  

গেলো বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |