• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

নতুন পদ পেলেন স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হওয়া কর্মকর্তা ডা. আমিনুল

আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২০, ২০:১২
Dr. Aminul hasan
ডা. আমিনুল হাসান ।। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নানা সমালোচনার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছিল সরকার। প্রায় এক মাস ওএসডি থাকা এই কর্মকর্তাকে পদায়ন করে রোববার প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য সেবা বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) প্রজ্ঞাপনটি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে উঠেছে। ডা. আমিনুল হাসানকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষের পদ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে তিন কার্যদিবসের মধ্যে বদলি/পদায়নকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে আমিনুল হাসানকে।

নানা অনিয়ম, দুর্নীতি এবং রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসানকে সরিয়ে দেয়া হয়েছিল। ডা. আমিনুল হাসান বিতর্কিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়টি নিয়ে আমিনুলকে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করে।

রিজেন্টের সঙ্গে জেকেজি কেলেঙ্কারি, মাস্ক ও পিপিই কেনায় অনিয়মসহ নানা অভিযোগের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়েন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তার সঙ্গেই পরিচালকের পদে ছিলেন আমিনুল। এ ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়।

এনএম/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু বাড়ার কারণ জানালেন স্বাস্থ্যের ডিজি 
এক সপ্তাহে ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৮