স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও সহায়তাকারীকে সুরক্ষা দেওয়ার নীতিমালা বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি হেলথ) বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে এই রুল জারি হয়েছে।
মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড ট্রাস্ট সার্ভিসেস (ব্লাস্ট)-এর করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম।
তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও সড়ক দুর্ঘটনা থেমে নেই। ইউএনডিপি’র তথ্য অনুযায়ী করোনার মধ্যেও শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হচ্ছেন, বহু মানুষ মারা যাচ্ছেন। হাইকোর্টের রায়ের পরও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও সহায়তাকারীকে সুরক্ষা দেওয়ার নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না। ফলে আহত ব্যক্তিরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। এই বিষয়টিই আমরা আদালতে তুলে ধরেছি।
২০১৮ সালের ৮ আগস্ট হাইকোর্ট এক রায়ে নীতিমালার গেজেট জারি করতে নির্দেশ দেন। কিন্তু রায়ের কিছুই বাস্তবায়ন করেননি সরকারের সংশ্লিষ্টরা। একারণে আদালত অবমাননার আবেদন করে ব্লাস্ট। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছেন।
আরও পড়ুন: বেড়েছে ট্রাম্পের জনসমর্থন: সিএনএনের জরিপ
জিএ