• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলার সাক্ষাৎ

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২০, ০৯:৫৯
Indian Foreign Secretary Schringler meets with the Prime Minister
সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি সংগৃহীত

দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এই সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গণভবনে তাদের সাক্ষাৎ হয়। রাতে কয়েকজন সাংবাদিককে বৈঠকে আলোচনার বিভিন্ন দিক জানান ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে ওই বৈঠক।

রীভা গাঙ্গুলী বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দিল্লির ‘বিশেষ বার্তা’ নিয়ে এসেছেন পররাষ্ট্র সচিব শ্রিংলা। বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে বিশেষ ও নিবিড় সম্পর্ক। এই কারণে মহামারির মধ্যে অনানুষ্ঠানিক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন পররাষ্ট্র সচিব।

করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে দুই দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান রীভা গাঙ্গুলি দাশ।

শ্রিংলার আগমনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধুবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন ভারতের হাই কমিশনার।

উল্লেখ্য, জানুয়ারিতে এই পদে আসার পর এটি হর্ষ বর্ধন শ্রিংলার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে কয়েক বছর ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন তিনি।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় ভারতের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
৯ ডিসেম্বরই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, নিশ্চিত করল নয়াদিল্লি
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব