বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার ছয় মাসের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন তারা।
বিজ্ঞাপন
আজ শনিবার (২৯ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি জানান, পরবর্তী কার্যক্রমের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠিটি।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসার নেয়ার বিষয়েও আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার সাজার ছয় মাসের স্থগিতাদেশের মেয়াদের সময়সীমা আর দেড় মাসের মতো বাকি আছে।
এসএস