• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

পর্বতারোহী রেশমাকে গাড়িচাপা : আরও এক চালক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ১৫:০৩
পর্বতারোহী রেশমাকে গাড়িচাপা : আরও এক চালক গ্রেপ্তার
রেশমা নাহার রত্না। ছবি- ফেসবুক থেকে নেয়া।

রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় গাড়িচাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহতের ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবাইয়াত জামান জানান, দারুস সালাম নামে এই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

এদিকে এ ঘটনায় এর আগে নাঈম নামে এক গাড়িচালককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রুবাইয়াত জামান জানান, আগের আটক করা আসামীকে জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৭ আগস্ট সকাল ৯টায় শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে সাইকেল চালানোর সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পর্বতারোহী রেশমা ধানমণ্ডি এলাকায় আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি মিরপুর এলাকায় থাকতেন। নিয়মিত সাইক্লিং করতেন তিনি।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়