ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাজ্যের কাছে ২০৩০ সাল পর্যন্ত জিএসপি চাইলো বাংলাদেশ

আরটিভি নিউজ

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ০৪:২১ পিএম


loading/img
যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে অংশগ্রহণকারীরা

যুক্তরাজ্যের কাছে আগামী ২০৩০ সাল পর্যন্ত ব্রেক্সিট পরবর্তী জিএসপি (শুল্কমুক্ত বাজার) সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। 

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম ব্রিটিশ সংসদ সদস্যদের (এমপি) কাছে ওই সুবিধা দেওয়ার অনুরোধ করেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেন ব্রিটিশ এমপি লর্ড জ্যাক উইলসন, ব্যারোনেস নাতালে লুইস, লর্ড অ্যান্ড্র স্টানেল, ব্যারোনেস রোসেল বয়কট প্রমুখ। এসময় হাইকমিশনার সাইদা মুনা তাসনীম করোনা পরবর্তীকালে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সুবিধা বাড়ানোর আহ্বান জানান।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |