রাজস্ব বোর্ড এখনো অন্ধকার আছে। তবে অন্ধকারে আলো জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। অসৎ কর্মকর্তারা লাল কর্মকর্তা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাদের বিভিন্নভাবে বার্তা দেয়া হচ্ছে। বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তারা ধীরে ধীরে হলুদ কর্মকর্তা হয়ে উঠছেন। বললেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
শনিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, হলুদ কর্মকর্তারা হয়ে উঠছেন সবুজ। আর যারা সবুজ তারা গাঢ় সবুজ হয়ে উঠছে। কর্মকর্তাদের সুরক্ষা দেয়া হচ্ছে। ফলে তারা সাহসের সঙ্গে কাজ করছেন। গোয়েন্দা বিভাগগুলো আগের থেকে বেশি তৎপর। তারা এখন আর ভয় পান না। আমি তাদের সুরক্ষা দিতে কাজ করছি। রাজস্ব বোর্ড দুষ্টের দমন আর শিষ্টের পালন করেন।
অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) নিবন্ধন কার্যক্রম চলতি মাসেই শুরু করার কথাও জানান নজিবুর।
এমসি/এসজে