গেলো বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের মাসখানেক আগে ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়িপাতার নির্দেশ দিয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটবার্তায় ওবামার বিরুদ্ধে ট্রাম্প টাওয়ারে আড়িপাতার এ অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘এইমাত্র জানতে পারলাম, নির্বাচনের জয়ের আগে আমার ট্রাম্প টাওয়ারে আড়ি পেতেছিলেন ওবামা। যদিও তারা কিছুই পাননি।’
তবে প্রেসিডেন্টের এ দাবি মিথ্যা ও ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ওবামার মুখপাত্র কেভিন লুইস।
কেভিন জানান, বিচার বিভাগের নেতৃত্বে চলা কোন স্বতন্ত্র তদন্তে হোয়াইট হাউসের কোন কর্মকর্তার হস্তক্ষেপ না করাই ওবামা প্রশাসনের মূলনীতি ছিলো।
ট্রাম্পের এ অভিযোগ তাদের নীতিবিরোধী বলে জানান কেভিন। ট্রাম্প টাওয়ারে আঁড়িপাতার ঘটনাকে ১৯৭২ সালে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ‘ওয়াটারগেট’ কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেন ট্রাম্প।
ডেমোক্রেট নির্বাচনী প্রচারণা দলের শিবিরে আড়িপাতার কেলেঙ্কারির জন্য পদত্যাগ করতে হয়েছিলো সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে।
এফএস/এসএস