গৃহকর্মী রঞ্জিতা আক্তারের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই সবুর মিয়া তথ্যটি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন। তিনি জানান, গেলোরাতে এ মামলাটি করা হয়।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রঞ্জিতা। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সোমবার রাতে রাজধানীর ধানমন্ডিতে ডা. শাফায়েতের বাসায় গৃহকর্মী রঞ্জিতার রহস্যজনক মৃত্যু হয়।
সে ৩ বছর ধরে এ বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিলো। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। বাবার নাম আনিসুর রহমান।
আর/জেএইচ