• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পুলিশি পাহারায় ঢামেকে ভিপি নুর

আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯
পুলিশের পাহারায় ঢামেকে ভিপি নুর
হাসপাতালে নুরুল হক নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনজার্চ বাচ্চু মিয়া জানান, ডিবি পুলিশের পাহারায় ভিপি নুরসহ দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে ধর্ষণ মামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় বিক্ষোভ করার সময় পুলিশের দায়িত্বে বাধা ও হামলার অভিযোগে আটক করা হয়েছিল নুরুল হককে। তবে গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যে নুরুল হক নুরসহ ৭ জনকে ছেড়ে দেয়া হয়।

সে সসয় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, জিজ্ঞেসাবাদ শেষে নুরসহ আটককৃতদের ডিবি অফিস থেকে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই নুরদের আটক করা হয়। প্রেসক্লাব থেকে যাবার পথে ভিপি নুরসহ তার সমর্থকেরা মৎস্য ভবনের পাশে বিশৃঙ্খলা করে। যানবাহনের ওপর তারা হামলা করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ও যানবাহন হেফাজতে নিতে পুলিশ চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা করে। এজন্য নুরসহ ৭ জনকে আটক করে ডিবি পুলিশ।

কেএফ/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ মাসের মধ্যে শেখ হাসিনার বিচার চান ভিপি নুর
মুক্তি পেলেন ভিপি নুর
সরকার ব্যস্ত বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় : ভিপি নুর
ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা