ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

স্কুল-কলেজে ছুটি হতে পারে দুদিন

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ , ০৮:২৭ এএম


loading/img
প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন অর্থাৎ শুক্র ও শনিবার করা হতে পারে। তবে বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। 

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ ধরনের একটি প্রস্তাবনা রয়েছে। তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা দাবি করেন, বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে। খসড়া রূপরেখা তৈরি করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে এটা ২০২২ সাল থেকে কার্যকর হতে পারে।

তিনি আরও জানান, বিষয়টি ওয়েব সাইটে মতামতের জন্য দেয়া হবে। পরে এটি আলোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এসজে/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |