দেশে সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে ডোপ টেস্ট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে ব্যাপকভাবে সবক্ষেত্রে ডোপ টেস্ট চালু করতে স্বাধীন একটি প্রতিষ্ঠানের তৈরির পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু।
রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্ট- এই মুহূর্তে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই প্রস্তাবনার কথা জানান।
সংবাদ সম্মেলনের আয়োজন করে শিশু অধিকার বিষয়ক সংসদীয় কমিটি ককাস এবং সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।
শামসুল হক টুকু বলেন, ডোপ টেস্টের জন্য বিএসটিআইর মতো একটি স্বাধীন প্রতিষ্ঠান গড়তে সম্প্রতি এক সংসদীয় কমিটির মিটিংয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। বিএসটিআই যেমন যে কোনো সময় যে কোনো পণ্য যাচাই করতে কোনো বাজারে ঢুকে যেতে পারে, তেমনি ওই প্রতিষ্ঠানটিও ডোপ টেস্টের জন্য যে কোনো প্রতিষ্ঠানে যেতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ ড্রাগ টেস্টিং ইনস্টিটিউট (বিডিটিআই) বা বাংলাদেশ ড্রাগ ইউজার্স টেস্টিং অথরিটি (বিডিইউটিও) বা অন্য যে কোনো নামে প্রতিষ্ঠানটি তৈরি করা যেতে পারে। ইতোমধ্যে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা বাহিনীতে ডোপ টেস্ট চলছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্টের কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার, স্কাসের চেয়ারম্যান জেসমিন প্রেমা প্রমুখ।
জিএ/পি