অযত্ন-অবহেলায় মুছে যাচ্ছে গণকবরগুলোর চিহ্ন

আরটিভি অনলাইন রিপোর্ট, নওগাঁ

মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭ , ১১:১০ এএম


অযত্ন-অবহেলায় মুছে যাচ্ছে গণকবরগুলোর চিহ্ন

অযত্ন আর অবহেলায় ইতিহাস থেকে হারিয়ে যেতে বসেছে মহান মুক্তিযুদ্ধে নওগাঁর বহু স্মৃতি। মুছে যাবার পথে অনেক গণকবরের চিহ্ন। এসব স্মৃতি সংরক্ষণে সরকারের কাছে বারবার আবেদন করেও কোনো সাড়া মিলছে না বলে অভিযোগ মুক্তিযোদ্ধাদের।

বিজ্ঞাপন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার নওগাঁর ১১ উপজেলায় রয়েছে ১শ’র বেশি গণকবর। এসবের মধ্যে ৬ টি চিহ্নিত করা গেলেও বাকিগুলো অজ্ঞাত। যেগুলো চিহ্নিত সেগুলোর অবস্থাও জরাজীর্ণ।  

একাত্তরের ২৫ এপ্রিল দোগাছী গ্রামে ৬৭ জন নিরীহ মানুষকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয় পাক হানাদাররা। এদের মধ্যে কয়েকজনের মরদেহ স্বজনরা নিয়ে গেলেও বাকিদেরগুলো থেকে যায় পুকুরেই। দুর্বিষহ সেসব স্মৃতি বিজড়িত পুকুরটি সংরক্ষণের পাশাপাশি এখানে জাদুঘর নির্মাণের দাবি স্থানীয়দের।   

বিজ্ঞাপন

আসছে প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্মৃতি চিহ্নগুলো রক্ষণাবেক্ষণ জরুরী বলে মত এলাকাবাসীর।  

নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যে আমরা আবেদন জমা দিয়েছি এবং জেলার সব মুক্তিযোদ্ধাদের নিয়ে মিটিং করা হয়েছে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission